ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

কয়েক হাজার ফিলিস্তিনি শিশুকে বন্দি করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৪, নভেম্বর ২২, ২০২১
কয়েক হাজার ফিলিস্তিনি শিশুকে বন্দি করেছে ইসরাইল

ঢাকা: তীব্র নিন্দা সত্ত্বেও নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের মানবাধিকার গ্রুপ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ১১৪৯ ফিলিস্তিনি শিশুকে বন্দি করেছে ইহুদিবাদী দেশটি।

গত শনিবার বিশ্ব শিশু দিবসে এক বিবৃতিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদুলু এজেন্সি। এতে আরও বলা হয়, গ্রেফতার শিশুদের দুই-তৃতীয়াংশই শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বন্দিসব শিশু কারাগারে থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, ২০০০ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১৯ হাজার শিশুকে বন্দি করা হয়েছে; যাদের বয়স ১০-১৮ বছরের মধ্যে।  

উল্লেখ্য, ফিলিস্তিনে স্বাধীনতার দাবিতে আন্দোলনরত শতশত শিশু-কিশোর বন্দি জীবন কাটাচ্ছে ইসরায়েলের কারাগারে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।