ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাঝ আকাশে প্লেন, যাত্রীর আত্মহত্যায় জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
মাঝ আকাশে প্লেন, যাত্রীর আত্মহত্যায় জরুরি অবতরণ ছবি: সংগৃহীত

মাঝ আকাশে প্লেনেই এক যাত্রী আত্মহত্যা করেছেন। ওই যাত্রীর নাম নাম আলেক্সান্ডার (৪৮)।

এমন ঘটনার পর প্লেনটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

এ খবর জানিয়েছে খালিজ টাইমস।

জানা গেছে, মিশরের শার্ম এল-শেখ রিসোর্ট থেকে যাত্রা করা এস৭ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা শহরে ফিরছিলেন ওই যাত্রী। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরই তিনি টয়লেটে যান। এরপর এক ফ্লাইট পরিচালক তাকে প্লেনের বাথরুমে অচেতন অবস্থায় দেখতে পান।

ধারণা করা হচ্ছে, প্লেনের টয়লেটে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনার পর প্লেনটি কায়রোতে জরুরি অবতরণে বাধ্য হয়। তবে ততক্ষণে চিকিৎসকরা ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ওই একই প্লেনে করে তার মরদেহ দেশে ফেরত পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।