ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপে মার্কিন ঘাঁটি থাকতে পারবে না: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, মার্চ ১, ২০২২
ইউরোপে মার্কিন ঘাঁটি থাকতে পারবে না: রাশিয়া সের্গেই লাভরভ বক্তব্য দেওয়ার সময় কূটনীতিকরা বেরিয়ে যাচ্ছেন। ছবি: রয়টার্স

সাবেক সোভিয়েত দেশে মার্কিন ঘাঁটি রাখা যাবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

মঙ্গলবার (০১ মার্চ) জাতিসংঘের এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

সুইজারল্যান্ডের জেনেভায় নিরস্ত্রীকরণ নিয়ে জাতিসংঘের সম্মেলনে লাভরভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েকটি ইউরোপীয় দেশ পরমাণু অস্ত্র  নিয়েছে। তাদের পথ ধরে ইউক্রেন যাতে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে, সে কারণেই পদক্ষেপ নিতে হয়েছে রাশিয়াকে।

লাভরভ বলেন, ইউরোপে মার্কিন পারমাণবিক বোমা আর থাকতে পারবে না। এসব বোমা দেশটিকে ফেরত নিতে হবে।

তিনি জানান, ইউক্রেনের কাছে এখনো সোভিয়েত প্রযুক্তি আছে। এর মাধ্যমে এ ধরনের অস্ত্র উৎপাদন করা যাবে। কাজেই এর বাস্তবোচিত জবাব দিতে রাশিয়া ব্যর্থ হতে পারে না।

এ সময় ইউক্রেনে রুশ আগ্রাসনের নতুন ন্যায্যতা দেওয়ারও চেষ্টা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

তবে জেনেভায় সম্মেলনে লাভরভ যখন বক্তব্য দিতে শুরু করেন, তখন ইউক্রেনের নেতৃত্বে যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা বের হয়ে যান।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।