ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমেরিকা থেকে ১২ রুশ কূটনীতিক বহিষ্কারের জবাব দেবে মস্কো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, মার্চ ২, ২০২২
আমেরিকা থেকে ১২ রুশ কূটনীতিক বহিষ্কারের জবাব দেবে মস্কো রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

ঢাকা: মার্কিন সরকার জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে মস্কো তার জবাব দেবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

গত সোমবার জাতিসংঘে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি ভ্যাসেলি নেবেনজিয়া জানিয়েছিলেন, মার্কিন সরকার জাতিসংঘের রুশ স্থায়ী মিশনের ১২ কূটনীতিককে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করে তাদের আগামী ৭ মার্চের মধ্যে মার্কিন ভূখণ্ড ত্যাগ করতে বলা হয়েছে।

 

তিনি আরো বলেন, জাতিসংঘে নিযুক্ত রুশ কূটনীতিকদের আমেরিকা থেকে বহিষ্কারের ঘটনা প্রমাণ করে, মার্কিন সকরার জাতিসংঘ ঘোষণায় নিজের দেয়া প্রতিশ্রুতি মানে না এবং জাতিসংঘের স্বাগতিক দেশ হওয়ার চুক্তিও লঙ্ঘন করেছে।

নেবেনজিয়া মার্কিন সরকারের ওই সিদ্ধান্তকে জাতিসংঘের রুশ মিশনের বিরুদ্ধে আমেরিকার আরেকটি বিদ্বেষী পদক্ষেপ বলে আখ্যায়িত করেন।

এ সম্পর্কে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জাতিসংঘ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না বরং অবশ্যই এর উপযুক্ত জবাব পাবে ওয়াশিংটন। তিনি বলেন, কূটনৈতিক খেলায় হেরে গেলেই আমেরিকা এ ধরনের আন্তর্জাতিক আইন পরিপন্থি কাজ করে এবং জাতিসংঘের স্বাগতিক দেশ হওয়ার ক্ষমতার অপব্যবহার করে।  

জাখারোভা বলেন, রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘটনাকে রাশিয়া ও আমেরিকার সম্পর্ককে আরো বেশি শীতল করার পদক্ষেপ বলে মনে করছে মস্কো।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।