ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

পুতিনের হুঁশিয়ারির পরেও ন্যাটোতে যাবে ফিনল্যান্ড 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মে ১৫, ২০২২
পুতিনের হুঁশিয়ারির পরেও ন্যাটোতে যাবে ফিনল্যান্ড 

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড যোগ দিলে ‘বড় ভুল’ করবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই হুঁশিয়ারি উপেক্ষা করে ফিনল্যান্ড ন্যাটোর জন্য আবেদন করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

ন্যাটোর জন্য আবেদন করার কথা জানিয়ে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় তাদের নীতির পরিবর্তন করতে হয়েছে।

এদিকে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা বলছেন, তারা ফিনল্যান্ডের দ্রুত যোগদান প্রক্রিয়া চান। এদিকে সুইডেনও সোমবার (১৬ মে) ন্যাটোতে  যোগদানের ইচ্ছা প্রকাশ করতে পারে বলে জানিয়েছে বিবিসি ।

উল্লেখ্য, ফিনল্যান্ডের সাথে রাশিয়ার এক হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।   

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ১৫, ২০২২
ইআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।