ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবুধাবিতে রেস্টুরেন্টে বিস্ফোরণে নিহত ২, আহত ১২০ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মে ২৪, ২০২২
আবুধাবিতে রেস্টুরেন্টে বিস্ফোরণে নিহত ২, আহত ১২০  আবুধাবিতে রেস্টুরেন্টে বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি রেস্টুরেন্টে বিস্ফোরণে দুজন নিহত ও ১২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মে) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

এএফপির প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৩ মে) দুপুরে নগরীর ব্যস্ততম আল খালিদিয়া রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানে কর্তব্যরত চিকিৎসকরা। বাকি ৫৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে জানান, দুপুরের সময় দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।  

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজকে আবুধাবি পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষ দাবি করছে, এটি কোনো হামলার ঘটনা নয়।  

এর আগে ১৭ জানুয়ারি ইয়েমেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাত উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দেশটি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অংশ।  

এই জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে আসছে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৪ মে, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।