ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অর্থের বিনিময়ে যৌন হেনস্তার ঘটনা চাপা দিয়েছেন এলন মাস্ক?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, মে ২৫, ২০২২
অর্থের বিনিময়ে যৌন হেনস্তার ঘটনা চাপা দিয়েছেন এলন মাস্ক?

২০১৬ সালে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের কাছে যৌন হেনস্তার শিকার হন এক বিমানসেবিকা। এ ঘটনায় অভিযোগ তুলেছিলেন ভুক্তভোগী।

তবে যৌন হেনস্তার বিষয়ে মুখ না খুলতে স্পেসএক্সের পক্ষ থেকে ওই বিমানসেবিকাকে দেওয়া হয় আড়াই লাখ ডলার।

সম্প্রতি এক প্রতিবেদনে এমনই জানিয়েছে বিজনেস ইনসাইডার

জানা গেছে, বিমানসেবিকার সম্মতি ছাড়াই তার গায়ে হাত দিয়েছিলেন মাস্ক। দিয়েছিলেন ‍কুপ্রস্তাব। আর সেই ঘটনাটি চুকে ফেলতে ২০১৮ সালে স্পেসএক্স ওই অর্থের প্রস্তাব দেয়। এ ঘটনা নিয়ে বন্ধুর সঙ্গে ভুক্তভোগীর আলোচনার বেশ কিছু নথি খুঁজে পেয়েছে বিজনেস ইনসাইডার।  

স্পেসএক্সের করপোরেট জেট ফ্লিটের হয়ে চুক্তি ভিত্তিতে কাজ করতেন ওই বিমানসেবিকা। যদিও কোর্টের বাইরে বিষয়টি মিটিয়ে নেওয়ার সময় সংস্থা তাকে দিয়ে নন ডিস্ক্লোজার সই করিয়ে নেয়।

তবে এ বিষয়ে মাস্কের বক্তব্য, প্রতিবেদনটি 'রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত'।

এর আগে ২০২১ সালে টুইট করে তিনি লেখেন যদি কখনও তার নামে কোনো কেলেঙ্কারির কথা ছড়ায় তাহলে যেন সেই কেলেঙ্কারিকে 'এলনগেট' নাম দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, মে ২৫, ২০২২

এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।