ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মে ২৫, ২০২২
আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস

আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের দায়িত্বে থাকছেন টেড্রোস আধানম গেব্রেইয়াসুস। আগামী পাঁচ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলি জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ টুইট করে বলেন, মহাপরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন টেড্রোস আধানম গেব্রেইয়াসুস। তিনি ১৬০ ভোটের মধ্যে ১৫৫টি পেয়েছেন, যা চমকপ্রদ ফলাফল। অভিনন্দন।

ইথিওপিয়ার এই সাবেক স্বাস্থ্যমন্ত্রী করোনা সঙ্কটকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্ব সামলেছেন। পুনরায় দায়িত্ব পাওয়ায় বিশ্বের অনেক দেশের নেতা টেড্রোস আধানম গেব্রেইয়াসুসকে অভিনন্দন জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২৫, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।