ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১০৮ ঘণ্টায় তৈরি হচ্ছে ৭৫ কিলোমিটার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ৪, ২০২২
১০৮ ঘণ্টায় তৈরি হচ্ছে ৭৫ কিলোমিটার!

ভারতে মাত্র সাড়ে চার দিনে তৈরি হচ্ছে ৭৫ কিলোমিটার রাস্তা। সময়ের হিসেবে যা ১০৮ ঘণ্টা।

মহারাষ্ট্রের অমরাবতী থেকে আকোলা পর্যন্ত তৈরি হচ্ছে এই হাইওয়ে। কাজটি সম্পন্ন হলে গিনেস বুক অব রেকর্ডসেও নাম লেখাতে পারে এই রাস্তা।  

গতকাল শুক্রবার (০৩ জুন) থেকে শুরু হয়েছে রাস্তাটির নির্মাণ কাজ। আগামী ৭ জুনের মধ্যে এই হাইওয়ে তৈরির কাজ শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, অমরাবতীর লোনি গ্রাম থেকে আকোলার মানা গ্রাম পর্যন্ত বিস্তৃত এ হাইওয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য দিনরাত এক করে কাজ শুরু করেছেন নির্মাণকর্মীরা। তৎপর সড়ক তৈরির দায়িত্বে থাকা সংস্থাও। গিনেস বুকের একটি দল ইতোমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং রাস্তার নির্মাণ কাজ খতিয়ে দেখছে।

আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে বিটুমিনাস কংক্রিট দিয়ে এ রাস্তা তৈরি করা হচ্ছে। প্রায় ৮০০ থেকে ১ হাজার জন নির্মাণকর্মী এই কাজে নিয়োজিত রয়েছেন।

এর আগে এত তাড়াতাড়ি বড় রাস্তা তৈরির গিনেস-রেকর্ড কাতারের কাছে ছিল। কাতারের দোহায় ১০ দিনে ২৫ কিলোমিটারের একটি রাস্তা তৈরির গিনেস রেকর্ড রয়েছে। তবে অমরাবতী থেকে আকোলা পর্যন্ত তৈরি হতে চলা ওই রাস্তার দায়িত্বে থাকা নির্মাণ সংস্থা থেকে শুরু করে কর্মীরা সবাই আশাবাদী যে এ রাস্তা তৈরি করে তারা গিনেস বুকে নাম তুলবেনই।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।