ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইতিহাস গড়া ড্রাগ ট্রায়াল, একসঙ্গে ক্যানসার মুক্ত ১৮ রোগী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জুন ৮, ২০২২
ইতিহাস গড়া ড্রাগ ট্রায়াল, একসঙ্গে ক্যানসার মুক্ত ১৮ রোগী!

মলদ্বারের (কোলন) ক্যানসারে আক্রান্ত ১৮ জন রোগী চিকিৎসায় সম্প্রতি অলৌকিক একটি ঘটনার সাক্ষী হয়েছেন। পরীক্ষামূলক চিকিত্সায় সবার শরীর থেকে অদৃশ্য হয়ে গেছে ক্যানসার! ফলাফলটি চিকিৎসা বিজ্ঞানের জগতে আলোড়ন সৃষ্টি করেছে।

নিউইয়র্ক টাইমসের জানায়, ক্লিনিকাল ট্রায়ালে থাকা রোগীরা প্রায় ছয় মাস ধরে ‘ডোস্টারলিম্যাব (Dostarlimab)’ নামে একটি ওষুধ খেয়েছিলেন। ট্রায়াল শেষে তাদের প্রত্যেকেরই ক্যানসার নির্মূল হয়েছে।

ডোস্টারলিম্যাব হল ল্যাবরেটরি-উত্পাদিত এমন একটি ওষুধ যা মানবদেহে বিকল্প অ্যান্টিবডি হিসেবে কাজ করে। মলদ্বার ক্যানসার আক্রান্ত ১৮ জন রোগীকে একই ওষুধ দেওয়া হয়েছিল। চিকিত্সার ফলাফলে প্রতিটি রোগীর শারীরিক পরীক্ষার মাধ্যমে দেখা যায় ক্যানসার সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে।
নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের ডা. লুইস এ. ডিয়াজ জে বলেন, ক্যানসারের ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটেছে।

নিউ ইয়র্ক টাইমসের মতে, ক্লিনিকাল ট্রায়ালের সঙ্গে জড়িত রোগীদের ক্যানসার নির্মূলের জন্য কেমোথেরাপি, রেডিয়েশন এবং অস্ত্রোপচারের প্রচলিত চিকিত্সা মুখোমুখি হতে হয়নি। এসব চিকিৎসায় অন্ত্র, প্রস্রাব এবং যৌন ডিসফাংশন হতে পারে। সৌভাগ্যক্রমে ওই ১৮ জন রোগীকে এর কোনোটির মধ্যে দিয়েই যেতে হয়নি। শুধুমাত্র ওষুধ সেবন করেই পুরোপুরি সেরে উঠেছেন তারা।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন কোলোরেক্টাল ক্যানসার বিশেষজ্ঞ ডা. অ্যালান পি. ভেনুক বলেন, এই গবেষণায় রোগীকে ট্রায়াল ড্রাগ থেকে উল্লেখযোগ্য জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়নি।

মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টার এবং গবেষণাপত্রের একজন সহ-লেখক, ক্যানসার বিশেষজ্ঞ ডা. আন্দ্রেয়া সেরসেক বলেন, রোগীরা যে মুহূর্তটি আবিষ্কার করলেন তারা ক্যানসার মুক্ত অনেকে খুশিতে কান্না করেছিল।
পরীক্ষায় রোগীরা ছয় মাস ধরে প্রতি তিন সপ্তাহ পর পর ডস্টারলিমাব গ্রহণ করেন। দলের সবার ক্যানসার একই স্টেজে ছিল। মলদ্বার ছাড়া অন্য অঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়েনি।
ক্যানসার গবেষকরা জানান, আরও ভালো ফলাফল পেতে তারা ব্যাপক সংখ্যক রোগীদের জন্য কাজ করতে চান।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, জুন ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।