ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এক বছরে বাস্তুচ্যুত ৩ কোটি ৬০ লাখ শিশু: ইউনিসেফ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এক বছরে বাস্তুচ্যুত ৩ কোটি ৬০ লাখ শিশু: ইউনিসেফ  এক বছরে বাস্তুচ্যুত ৩ কোটি ৬০ লাখ শিশু

সংঘর্ষ, সহিংসতা এবং অন্যান্য সংকটের কারণে গত বছর বিশ্বে ৩ কোটি ৬০ লাখ শিশু বাস্তচ্যুত হয়েছে। শুক্রবার (১৭ জুন) জাতিসংঘ জরুরি শিশু তহবিলের( ইউনিসেফ) একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

 

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত বছরই সর্বোচ্চ শিশু বাস্তচ্যুত হয়েছে। গত বছর ২২ লাখ বাস্তচচ্যুত শিশুর সংখ্যা বেড়েছে।  

৩ কোটি ৬০ লাখ শিশুর মধ্যে প্রায় এক কোটি ৩৭ লাখ শরণার্থী হয়েছে। আর দুই কোটি ২৮ লাখ শিশু সংঘাত ও সহিংসতার কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।  

জলবায়ু এবং পরিবেশগত কারণে বাস্তচ্যুত হওয়া শিশু ও রাশিয়া-ইউক্রেন সংঘাতে বাস্তচ্যুত হওয়া শিশুদের ইউনিসেফের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।  

ইউনিসেফ বলছে, বাস্তুচ্যুত হওয়া শিশুরা পাচার, শোষণ, সহিংসতা এবং অপব্যবহারের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।  

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, আমি আশা করছি শিশুদের বাস্তুচ্যুত হওয়া রোধ করতে সরকারগুলো কাজ করবে।  

সূত্র: এনডিটিভি 

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।