ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে শিখ উপাসনালয়ে হামলার ঘটনায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০২২
কাবুলে শিখ উপাসনালয়ে হামলার ঘটনায় নিহত ২

আফগানিস্তানের রাজধানী কাবুলের কার্তে পারওয়ান এলাকায় শনিবার (১৮ জুন) সকালে এক গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। রাজধানীর একমাত্র শিখ উপাসনালয় গুরুদুয়ারায় এই বিস্ফোরণের ঘটনায় আরো সাতজন গুরুতর আহত হন।

তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গুরুদুয়ারায় কমপক্ষে ৩০ জন পূর্ণ্যার্থী অবস্থান করছিলেন উল্লেখ করে তালেবান সরকারের এক মুখপাত্র জানান, আক্রমণকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে যাচ্ছিল। লক্ষ্যে পৌঁছার আগেই তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে শিখ সম্প্রদায়ের একজন নিহত হয়েছেন। এছাড়াও হামলাকারীদের একজনকে হত্যা করা হয়েছে।

তবে এ ঘটনায় ভেতরে থাকা পূর্ণ্যার্থীদের মধ্যে কতজন মারা গেছেন ও কতজন বেঁচে আছেন- সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি গুরুদুয়ারার কর্মকর্তা গুরনাম সিং। তিনি বলেন, ভেতরে উপাসনালয়ের লোকজনকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

হামলার শিকার গুরুদুয়ারাটি ছিল কাবুলের একমাত্র শিখ উপাসনালয়। সত্তরের দশকের আফগানিস্তানে প্রায় এক লাখ শিখ ছিল। সেই সংখ্যা কমতে কমতে এখন মাত্র কয়েক শ’তে নেমে এসেছে।

এর আগে ভয়াবহ দুটি বিস্ফোরণের শব্দে রাজধানী কাবুল কেঁপে উঠার খবর জানায় এনডিটিভি। তাৎক্ষণিক বলা হয়,  বিস্ফোরণের ঘটনাটি গুরুদুয়ারার কাছে ঘটেছে এবং সে সময়  কমপক্ষে ১৬ জন পূর্ণ্যার্থী অবস্থান করছিলেন।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।