ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাইডেনের স্ত্রী-কন্যার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুন ২৮, ২০২২
বাইডেনের স্ত্রী-কন্যার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

এবার রাশিয়ার নিষেধাজ্ঞায় পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন ও কন্যা অ্যাশলে বাইডেন। মঙ্গলবার ঘোষিত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকার শীর্ষে রয়েছেন তারা।

এএফপি, নিউজউইক।  

এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন মোট ২৫ জন। তাদের মধ্যে রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল (আর-কেওয়াই), সুসান কলিন্স (আর-এমই), চক গ্রাসলি (আর-আইএ) এবং বেন সাসে (আর-এনই) আছেন। ডেমোক্র্যাটিক সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড (ডি-এনওয়াই) এবং মার্টিন হেনরিচর (ডি-এনএম) এ তালিকায় রয়েছেন।  

এর আগে, গত ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, সিআইএ প্রধান উইলিয়াম বার্নসসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল রাশিয়া।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।