ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন পুতিন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জুন ২৯, ২০২২
তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন পুতিন  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৮ জুন) তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমানের সঙ্গে বৈঠকে পুতিন এমনটি জানান।

 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাজিকিস্তানেই প্রথম বিদেশ সফর করছেন পুতিন। দেশটিতে রুশ সেনাঘাঁটি রয়েছে। পাশাপাশি আফগানিস্তানের সঙ্গেও তাজিকিস্তানের দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে।  

তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে পুতিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সব কিছু করে যাচ্ছি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণকারী রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি। যেমনটি আগেই বলা হয়েছে,আফগানিস্তানের সমস্ত জাতিগত গোষ্ঠীকে দেশ পরিচালনায় অবশ্যই অংশ নিতে হবে।  

যদিও রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। রাশিয়ায় তালেবানের প্রতিনিধি রয়েছে। তালেবানের একটি প্রতিনিধিদল সম্প্রতি সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দিয়েছিলেন।  

বাংলাদেশ সময়:১০৫৪ ঘণ্টা, ২৯জুন, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।