ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমা নেতাদের উদোম গায়ে দেখতে জঘন্য লাগবে: পুতিন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুন ৩০, ২০২২
পশ্চিমা নেতাদের উদোম গায়ে দেখতে জঘন্য লাগবে: পুতিন  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ পশ্চিমা নেতাদের উদোম গায়ে দেখতে জঘন্য লাগবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৩০ জুন) তুর্কমেনিস্তানে একটি সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

 

এর আগে জি৭ সম্মেলনে পুতিনকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেন বরিস জনসন। পুতিনের উদোম গায়ের ছবির কথা উল্লেখ করে ওইদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, পুতিনকে শক্তি দেখাতে কাপড় খুলে দেখাতে পারেন জি৭ নেতারা।  

বরিস জনসন আরও বলেন, নারী হলে ইউক্রেনে হামলা চালাতেন না পুতিন।  

 এর জবাবে সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আমি জানিনা কীভাবে তারা উদোম হতে চান। তবে আমার মনে হয় তাদেরকে দেখতে জঘণ্য লাগবে।  

পুতিনের দাবি, পশ্চিমা নেতারা অ্যালকোহলের অপব্যবহার করেন। তারা পর্যাপ্ত খেলাধুলা ও ব্যায়াম করেন না।    

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ নিয়ে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিয়ে তাদের মধ্যে শীতল যুদ্ধ চলছে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ২১৫০ ঘন্টা, জুন ৩০, ২০২২
ইআর

  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।