ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জুমার নামাজে বিদ্যুৎ না থাকায় গোলাগুলি, নিহত ২ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২, ২০২২
জুমার নামাজে বিদ্যুৎ না থাকায় গোলাগুলি, নিহত ২  প্রতীকী ছবি

জুমার নামাজের সময় বিদ্যুৎ না থাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে। এতে দুজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

 

শুক্রবার (১ জুলাই) আফগানিস্তানের সীমান্তবর্তী  লাক্কি মারওয়াত জেলার আইসাক খেলা এলাকায় এই ঘটনা ঘটে।  

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইর প্রতিবেদনে বলা হয়, জুমার নামাজের সময় বিদ্যুৎ না থাকায় মুসল্লিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গোলাগুলিতে দুজন নিহত ও ১১ জন আহত হয়। আহতদের মধ্যে ছয় বছরের এক শিশু রয়েছে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫২০ ঘন্টা, জুলাই ০২, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।