ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

আব্বাস নাকভির পদত্যাগ, মুসলিম শূন্য মোদীর মন্ত্রিসভা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
আব্বাস নাকভির পদত্যাগ, মুসলিম শূন্য মোদীর মন্ত্রিসভা

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দুই সংখ্যালঘু সদস্য মুখতার আব্বাস নাকভি ও আরপিসি সিং। বুধবার (৬ জুলাই) তারা পদত্যাগপত্র জমা ‍দিয়েছেন।

খবর ইন্ডিয়ান এক্সপ্রেস

আব্বাস নাকভি ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ও আরপিসি সিং ইস্পাতমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে আব্বাস নাকভি বিজেপি নেতা হলেও আরসিপি সিং এনডিএ শরিক সংযুক্ত জনতা দলের (জেডিইউ) সদস্য। বৃহস্পতিবার (৭ জুলাই) রাজ্যসভায় উভয়ের মেয়াদ শেষ হচ্ছে।

এর আগে বুধবার সকালে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন এই দুই মন্ত্রী। এ সময় তাদের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্যকালে তারা দেশের সেবায় যে অবদান রেখেছেন, সেই কথা স্মরণ করেন। তবে, মোদী প্রশংসা করলেও নাকভিকে এবার আর রাজ্যসভার টিকিট দেয়নি বিজেপি। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় এ নিয়ে তিনি দু’বার মন্ত্রির দায়িত্ব পালন করেছেন। আর আরসিপি সিং অবশ্য এই প্রথম হয়েছিলেন।


এদিকে আব্বাস নাকভির পদত্যাগের মাধ্যমে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় আর কোনোও মুসলিম মুখ থাকল না। তিনি এমন এক সময় পদত্যাগ করলেন, যখন হিন্দু বাদেও মুসলিমসহ অন্যান্যদের মধ্যে বিজেপির প্রভাব বিস্তারের কথা বলছেন নরেন্দ্র মোদী।

পদত্যাগের পর বুধবার নাকভি বলেন, ‘আমাকে তো সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে। ’

জানা গেছে, বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক করেন আব্বাস নাকভি। কিন্তু, সে বৈঠকেও নতুন করে মনোনয়ন পাওয়ার ব্যাপারে কোনো আশ্বাস পাননি। ফলে বাধ্য হয়েই তাকে পদত্যাগ করতে হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, ৭ জুলাই, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।