ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করেছে দুর্বৃত্তরা। দ্য জাপান টাইমসের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে শুক্রবার (৮ জুলাই) জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ প্রচার কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নারা শহরে জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হওয়ার পর লুটিয়ে পড়েন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ হওয়ার পর তার হার্ট অ্যাটাক হয়েছে। সূত্র: গার্ডিয়ান

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।