ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে প্রবল বর্ষণে নিহত ১৬ তীর্থযাত্রী , নিখোঁজ ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
ভারতে প্রবল বর্ষণে নিহত ১৬ তীর্থযাত্রী , নিখোঁজ ৪০ ভারতে প্রবল বর্ষণে নিহত ১৬

ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান অমরনাথে  প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অস্থায়ী তাঁবু ভেসে গিয়ে অন্তত ১৬ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৪০ জন।

শনিবার ( ০৯ জুলাই) দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।

কর্মকর্তারা বলছেন, শুক্রবার (০৮ জুলাই) সন্ধ্যায় অমরনাথে বৃষ্টি হয়। এর ফলে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অঞ্চলটির একটি পবিত্র হিন্দু মন্দিরের বেস ক্যাম্পের বেশ কয়েকটি অস্থায়ী তাঁবু ভেসে যায়।

ভারতের ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্সের (এনডিআরএফ) প্রধান অতুল কারওয়াল স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। প্রায় ৪০ জন এখনো নিখোঁজ রয়েছে বলে মনে হচ্ছে। ভূমিধস নেই। বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে উদ্ধার কাজে কোনো সমস্যা হয়নি।

তিনি বলেন, ১০০ জনের চারটি এনডিআরএফ টিম উদ্ধার কাজে চালাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীও দুর্ঘটনাস্থলে কাজ করছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রবল বর্ষণে প্রাণহানির ঘটনায় টুইটারে দুঃখ প্রকাশ করেছেন।

‘শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা’ জানিয়ে মোদি লিখেছেন— উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

প্রতি বছর বার্ষিক তীর্থযাত্রার অংশ হিসেবে হাজার হাজার হিন্দু অমরনাথ মন্দির পরিদর্শন করে থাকে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।