ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোপওয়েতে ৪৫ মিনিট ঝুলে রইলেন বিজেপি বিধায়কসহ ৬০ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
রোপওয়েতে ৪৫ মিনিট ঝুলে রইলেন বিজেপি বিধায়কসহ ৬০ পর্যটক

ভারতের উত্তরাখণ্ডে হঠাৎ করেই মাঝ পথে বন্ধ হয়ে যায় রোপওয়ে। এতে ৪৫ মিনিট ঝুলে রইলেন বিজেপির বিধায়কসহ ৬০ জন পর্যটক।

পরে প্রশাসনের তৎপরতায় তারা রক্ষা পান।  

জানা গিয়েছে, উত্তরাখণ্ডের তেহরি জেলায় সুরন্দা দেবী মন্দিরে গিয়েছিলেন পর্যটকরা। সেখানেই এই রোপওয়ে বিপর্যয়ের মুখে পড়েন ৬০ জন পর্যটক। ওই রোপওয়েতে ছিলেন উত্তরাখণ্ডের বিধায়ক কিশোর উপাধ্যায়। তিনি জানান, মাঝ পথেই হঠাৎ রোপওয়ে বন্ধ হয়ে যায়। সকলে অস্থির হয়ে উঠেছিল। তেহরি গাড়ওয়ালের এসএসপি নভনীত ভুল্লার জানান, সঙ্গে সঙ্গে প্রশাসনের তৎপরতায়  আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

 গত মে মাসে এমনই আরেকটি ঘটনা ঘটে ভারতের মধ্যপ্রদেশে। সেখানে প্রায় এক ঘণ্টার জন্য মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল রোপওয়ে। জুন মাস হিমাচলের সোলান জেলায় রোপওয়ে বিপর্যয়ে টানা ৬ ঘণ্টা আটকে ছিলেন ১১ জন পর্যটক।  

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ

বাংলাদেশ সময়: ১২১১ঘণ্টা, ১১ জুলাই, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।