দেশের বিক্ষুব্ধ জনতার হাত থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এতে তাঁকে সহায়তা করেছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।
এ খবর প্রকাশের পর মালদ্বীপেও প্রবাসী শ্রীলঙ্কানরা বিক্ষোভ করছে। তারা গোতাবায়াকে শ্রীলঙ্কায় ফেরত দেওয়ার দাবি জানাচ্ছে। এমন পরিস্থিতিতে সেখান থেকে পালিয়ে এবার সিঙ্গাপুরে যাচ্ছেন গোতাবায়া রাজাপক্ষে। খবর ডেইলি মিরর অনলাইনের।
মালদ্বীপের সূত্র উদ্ধৃত করে খবরে বলা হয়, আজ (১৩ জুলাই, বুধবার) খুব সকালে মালদ্বীপে পৌঁছেছেন গোতাবায়া রাজাপক্ষে। একইদিন বিকেলে তাঁর সিঙ্গাপুরে চলে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
এসএ