ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
ট্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি। তারা মার্কিন গণতন্ত্রের শত্রু।

 
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি।  

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের উজ্জীবিতি করতেই বাইডেন ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।  

ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে যা আমাদের  গণতন্ত্রের জন্য হুমকি।  

ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের হামলার কথা উল্লেখ করে বাইডেন বলেন,  যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই। কখনোই হবে না।  

গর্ভপাত ও সমকামিতার বিরুদ্ধে থাকা কট্টরপন্থী ট্রাম্প সমর্থকদের সমালোচনা করে তিনি বলেন, তারা দেশকে পিছিয়ে নিতে চায়।  

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে ভোটারদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন,  হুমকিগুলো মোকাবেলা করার ক্ষমতা আমাদের নিজের হাতে রয়েছে।

বাইডেন এসময় মূলধারার রিপাবলিকানদেরকে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান এবং ট্রাম্পের রাজনীতির ব্র্যান্ডকে প্রত্যাখ্যান করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ করেন।  

বাইডেন বলেন, দীর্ঘদিন ধরে, আমরা নিজেদেরকে আশ্বস্ত করেছি যে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের নিশ্চয়তা রয়েছে। কিন্তু তা নয়। আমাদের এটা রক্ষা করতে হবে। এটা রক্ষা করুন।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।