ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

টাঙ্গাইলে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু (ফাইল ফটো)

টাঙ্গাইল: টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও আউটার স্টেডিয়ামে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে এ ইজতেমা শুরু হয়।



টাঙ্গাইল জেলা তাবলিগের আমির মওলানা আব্দুল হাই বাংলানিউজকে জানান, টাঙ্গাইলের ১২টি উপজেলা ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলাসহ ১৩টি উপজেলার মুসুল্লিরা ইজতেমা প্রাঙ্গণে হাজির হয়েছেন।

ইজতেমায় ঢাকার কাকরাইল মসজিদের মুসুল্লিরাও অংশ নেবেন। এছাড়াও আরব ও আমেরিকার দু’টি জামাত রয়েছে। এই ইজতেমায় প্রায় লক্ষাধিক মুসুল্লির আগমন ঘটবে।

শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হবে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।