ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

৫ বছরে জার্মানে মুসলমানের সংখ্যা চারগুণ বাড়বে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
৫ বছরে জার্মানে মুসলমানের সংখ্যা চারগুণ বাড়বে

আগামী ৫ বছরের মধ্যে জার্মানে মুসলমানের সংখ্যা চারগুণ বৃদ্ধি পেয়ে ২ কোটিতে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি আমেরিকার আন্তর্জাতিক পলিসি ইন্সটিটিউট কাউন্সিল স্টোন গেট এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান সরকার এবার (২০১৫ সালে) প্রায় ১৫ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং ২০১৬ সালে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

এছাড়াও বর্তমানে জার্মানে প্রায় ৬ লাখ মুসলিম অধিবাসী বসবাস করছে।

বাভারিয়ার মিউনিসিপালিটির অ্যাসোসিয়েশনের সভাপতি ইউভা ব্রেন্ডেল এক বিবৃতিতে বলেছেন, ২০২০ সালে জার্মানে মুসলমানের সংখ্যা চারগুণ বৃদ্ধি পাবে।

জার্মানে মুসলিম জনসংখ্যার এ বৃহৎ পরিবর্তনের ফলে সেদেশের পরিবেশেও পরিবর্তনের ছোঁয়া লাগবে এটা বলা যায় নিঃসন্দেহে।

-অনইসলাম অবলম্বনে



বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।