ঢাকা: মুফতি আব্দুল হালীম বোখারীকে সভাপতি ও মুফতি আরশাদ রহমানীকে সেক্রেটারি জেনারেল করে ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সংস্থার কেন্দ্রীয় শূরা কমিটির এক জরুরি অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সংস্থার ৫১ সদস্য বিশিষ্ট শূরা কমিটির অধিবেশনে সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা জামিয়া দারুল মাআরিফের মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী।
ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের সভাপতি ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমানের (রহ.) মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হয়।
নতুন সভাপতি মুফতি আব্দুল হালীম বোখারী গত কমিটির সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক।
মুফতি আরশাদ রহমানী জামিয়া মাদানিয়া চট্টগ্রাম ও ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা ঢাকার মহাপরিচালক।
সংস্থার উদ্যোগে আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে, ৬ ও ৭ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা ঈদগাহ মাঠে এবং আরো কিছু বড় জেলায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন করার সিদ্ধান্ত হয় অধিবেশনে।
এ উপলক্ষে ২৭ ডিসেম্বর সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সভায় উপস্থিত থাকতে সব সদস্যদের অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআর/এএসআর