ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন মক্কা শরিফের ইমাম ড. শায়েখ ফাতহি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন মক্কা শরিফের ইমাম ড. শায়েখ ফাতহি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন পবিত্র মক্কা শরিফের সম্মানিত ইমাম ও খতিব ডক্টর শায়েখ ফাতহি বিন মোহাম্মাদ বিন বশির আল ফাজানি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ১০টা ৪১ মিনিটে বঙ্গন্ধুর কবর জিয়ারত করেন তিনি।

মাজার জিয়ারতে যেয়ে মক্কার খতিব ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে সংরক্ষিত পরিদর্শন খাতায় অভিমত লেখেন।

মাজার পরিদর্শনের সময় মক্কার খতিবের সঙ্গে ছিলেন, গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক ও গওহরডাঙ্গা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা মুফতি রুহল আমিন, টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জ্জা, সাবেক মেয়র ইলিয়াস হোসেন সরদার, মুফতি উসামা আমিন ও হাফেজ মিজানুর রহমানসহ স্থানীয় ধর্মীয় নেতারা।

খতিব শায়েখ ফাতহি মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সফরে এসেছেন। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।

টুঙ্গীপাড়া সফরকালে খতিব ফাতহি দক্ষিণবঙ্গের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান গওহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে তিনি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে পথচলার প্রতি গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।