ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মেহেরপুরে ৩ দিনের ইজতেমা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
মেহেরপুরে ৩ দিনের ইজতেমা শুরু ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মেহেরপুর: মেহেরপুর সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে  তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।



সকালে ইজতেমার মাঠ পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন মেহেরপুরের জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈনুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, সকাল থেকেই ইজতেমায় আসতে শুরু করেছেন মেহেরপুরের বিভিন্ন এলাকাসহ আশাপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।

ইজতেমা পরিচালনা কমিটির প্যান্ডেল জিম্মাদার হামিদুর রশিদ কচি বাংলানিউজকে বলেন, আশা করছি এ আঞ্চলিক ইজতেমায় ৩০ থেকে ৪০ হাজার মুসল্লির সমাগম হবে।

মেহেরপুরে পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, ইজতেমায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

আগামী শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ আঞ্চলিক ইজতেমা।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।