ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

রয়্যাল হোটেলের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
 রয়্যাল হোটেলের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ছবি: খুলনার রয়্যাল হোটেলের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

খুলনার হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। 

খুলনা: খুলনার হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে হোটেলে এ উপলক্ষে হামদ, নাত, কিরাত, আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ছারছীনা দারুসসুন্নাত শিল্পীগোষ্ঠী।

এতে সভাপতিত্ব করেন জমইয়াতে হিযবুল্লাহ-এর খুলনা শাখার সাধারণ সম্পাদক ও হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক।

দোয়া মাহফিল ও হামদ-নাত পরিবেশন করেন ছারছিনা দারুসুন্নাত আলিয়া মাদ্রাসার মাওলানা মুহাম্মদ হায়দার হুসাইন, মাওলানা মুহাম্মদ আব্দুল মুনয়িম খান, মুহাম্মদ ইমাম হুসাইন, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ যুলফিকার আলী হিযবুল্লাহ, মুহাম্মদ আবুল কালাম নেছারী ও মুহাম্মদ আব্দুল কাইয়ুম।  

এসময় দেশ ও ধর্মপ্রাণ মুসলমানদের কল্যাণ ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।  

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এমআরএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।