ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ইসলাম

চলছে হেদায়েতি বয়ান, আখেরি মোনাজাত ১১টায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
চলছে হেদায়েতি বয়ান, আখেরি মোনাজাত ১১টায় চলছে হেদায়েতি বয়ান, আখেরি মোনাজাত ১১টায়

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাতের আনুষ্ঠানিকতা চলছে। রোববার (২২ জানুয়ারি) সকাল থেকে বয়ান করেন মাওলানা ওয়াসিফুল ইসলাম।

এরপর হেদায়েতি বয়ান করছিন মাওলানা সাদ কান্ধলভী। তার অনুবাদ করছেন মাওলানা ওমর ফারুক।

এদিকে রোববার ভোর থেকে শীত উপক্ষো করে ধর্মপ্রাণ মুসলমানরা তুরাগ তীরের ইজতেমা মাঠে অবস্থান নিয়েছেন।

এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভী।

এর আগে গত রোববার (১৫ জানুয়ারি) বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় বেলা ১১টায়।

শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১৫ জানুয়ারি(রোববার) আখেরি মোনাজাতে শেষ হয়।  

চার দিন বিরতি দিয়ে শুক্রবার (২০ জানুয়ারি) ফজর নামাজের পর শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।