ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

জর্দান কোরআন প্রতিযোগিতায় যাচ্ছেন হাফেজ ফারহান ও আবিদা সুলতানা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
জর্দান কোরআন প্রতিযোগিতায় যাচ্ছেন হাফেজ ফারহান ও আবিদা সুলতানা জর্দান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাফেজ আবিদা সুলতানা মিনা ও হাফেজ ফারহান হাবিব

আন্তর্জাতিক পরিমণ্ডলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদের বেশ সুনাম রয়েছে। এরই সুবাদে বিশ্বের যে কোনো দেশে অনুষ্ঠিত হিফজুল কোরআন, কেরাত ও তাফসির প্রতিযোগিতায় বাংলাদেশ আমন্ত্রিতদের তালিকায় থাকে। এটা বাংলাদেশের এক অনন্য অর্জন।

আন্তর্জাতিক এসব প্রতিযোগিতায় প্রতিনিধি বাছাই ও পাঠানোর কাজটি সম্পাদন করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ২৯ মার্চ জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশি প্রতিনিধি বাছাই সম্পন্ন হয়েছে।

 

জর্দানের এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছেলেদের গ্রুপে হাফেজ ফারহান হাবিব (১৫) ও মেয়েদের গ্রুপে হাফেজ আবিদা সুলতানা লিমা (১৪)।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন সভা কক্ষে অনুষ্ঠিত বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে তারা জর্ডানের টিকিট অর্জন করেন।  

হাফেজ ফারহান হাবিব কারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।  

আর হাফেজ আবিদা সুলতানা লিমা কারি সালামাত উল্লাহ পরিচালিত মারকাজুল হাফেজা ইন্টারন্যাশনাল হিফজ মহিলা মাদরাসার ছাত্রী।  

এ বছর এ প্রতিযোগিতায় বিশ্বের ৬০টি দেশ অংশগ্রহণ করবে।  

হাফেজ ফারহান ও আবিদা সুলতানার সাফল্য কামনায় দোয়া চেয়েছেন মাদরাসার শিক্ষক ও তাদের অভিভাবকরা।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।