সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ কারি গোলম সরওয়ার বাংলানিউজকে জানান, এবারের সম্মেলনে দক্ষিণ আফ্রিকা থেকে শাইখ আব্দুর রহমান সা’দিয়ান, মিসর থেকে শাইখ ইয়াসিন মাহমুদ শারকাওঈ, ইরান থেকে কারি হামীদ শাকেরনেজাদ, তুরস্ক থেকে কারি ইয়াশার চৌহাদার, ফিলিপিন থেকে কারি নোমান পিমবায়াবায়া এবং বাংলাদেশের শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারিসহ আরো অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিগণ কেরাত পরিবেশন করবেন।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. বারকুল্লাহ বিন নুরুল হুদা।
সম্মেলনে নারীদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান কারি গোলাম সরওয়ার।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এসএস/এমএমইউ