ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু বিশ্ব ইজতেমায় মুসল্লিদের জমায়েত

গাজীপুর: টঙ্গীর তুরাগতী‌রে বিশ্ব ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (১৫ ফেব্রুয়া‌রি) ভোর ও বৃহস্প‌তিবার (১৪ ফেব্রুয়া‌রি) রা‌তে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ‌নিহতরা হলেন- ফেনীর সফিকুর রহমান (৫৮) ও কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৫)।

বিশ্বইজতেমার মাজলেহাল জামাতের জিম্মাদার আদম আলী বাংলানিউজকে জানান, শুক্রবার ভোরে পৌনে ৫টার দিকে সফিকুর রহমান ও বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে সিরাজুল ইসলাম মারা গেছেন। তারা দু’জনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

 

এর আগে ১৪ ফেব্রয়ারি দুপুরে নাটোরের মো. আলী (৫৫) এবং ১৩ ফেব্রুয়ারি দিনগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বরও (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১৫, ২০১৯
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।