ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

মুফতি তাকি উসমানির গাড়িতে বন্দুকধারীর আক্রমণ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
মুফতি তাকি উসমানির গাড়িতে বন্দুকধারীর আক্রমণ মুফতি তাকি উসমানির গাড়িতে বন্দুকধারীর আক্রমণ

বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, পাকিস্তানের দারুল উলুম করাচির প্রধান মুফতি ও সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় গাড়িতে তার স্ত্রী ও দুই নাতিও ছিলেন। তিনি ও তার স্ত্রী অল্পের জন্য রক্ষা পেলেও দুজনই আহত হয়েছেন এবং তার দেহরক্ষী নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) পাকিস্তানের করাচির গুলশানে ইকবালের নিপা চৌরাঙ্গি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় তিনি আলাদিন পার্কের ব্রিজ পার হচ্ছিলেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, দুইটি মোটর সাইকেলে চারজন আরোহী তার গাড়ির পেছন দিক থেকে গুলি করতে করতে এগিয়ে আসে। এতে তার গাড়ির ড্রাইভার আহত হলেও নিরাপত্তায় থাকা পুলিশ সদস্য নিহত হয়েছেন।

অতর্কিত আক্রমণে পড়লেও তার ড্রাইভার সাহসিকতার সঙ্গে আক্রমণ স্থান থেকে গাড়ি বের করে আনতে সক্ষম হন।

মুফতি তাকি উসমানির ছেলে ড. ইমরান আশরাফ উসমানি গণমাধ্যমকে তার পিতা নিরাপদ আছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে বন্দুকধারীর হামলায় পাকিস্তানের অপর বিশিষ্ট আলেম মুফতি শাহাবুল্লাহ শহিদ হয়েছেন। তিনি দারুল উলুম কোরাঙ্গির প্রধান মুফতি ছিলেন। জানা গেছে, মুফতি তাকি উসমানির ওপর হামলার এক ঘণ্টা আগে তার উপর হামলা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।