স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রোববার (১১ আগস্ট) মক্কা প্রসূতি ও শিশু হাসপাতালে পাঁচটি শিশুর জন্ম হয়েছে। আরাফাত ময়দানে দু’টি শিশু ও মিনায় একটি শিশুর জন্ম হয়েছে।
আরব নিউজ জানায়, গত শনিবার (১০ আগস্ট) হজের দ্বিতীয় দিনে আরাফাত ময়দানে হজরীতি পালনকালে দুই নারীর প্রসব বেদনা শুরু হয়। এসময় অন্য হাজিদের সহযোগিতায় দ্রুত তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদের মধ্যে ছিলেন লিবিয়ার সৌদি মোহাম্মদ বারবুশ (৪০)। তিনি পবিত্র স্থানটির নামানুসারে সন্তানের নাম রেখেছেন আরাফাত। দ্বিতীয় নারী গিনির বাসিন্দা। তিনি সন্তানের নাম রেখেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নামানুসারে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
একে