ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

তেহরানে আন্তর্জাতিক সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
তেহরানে আন্তর্জাতিক সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এইচ. ই. মোহাম্মদ রেজা নাফার।

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের কার্যালয়ে এইচ. ই. মোহাম্মদ রেজা ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় ইরানি রাষ্ট্রদূত ইরানের কালচারাল অ্যান্ড ইসলামিক গাইডেন্স বিষয়ক মন্ত্রী সাইয়েদ আব্বাস সালেহির পক্ষ থেকে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রীকে ৩৩তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি সম্মেলনে যোগদানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

তেহরানে অনুষ্ঠিতব্য তিনদিনের সম্মেলনটি আগামী ১৪, ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ইসলাম বিভাগে আপনিও প্রশ্ন পাঠাতে পারেন। জীবনঘনিষ্ঠ প্রশ্ন ও লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।