সোমবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক কুরআন তিলওয়াত সংস্থা ইক্বরার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ২৪ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন।
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা সম্মেলনে উপস্থিত থাকবেন।
এ বছর জর্দানের প্রখ্যাত ক্বারী শাইখ ড. সামিহ আল আসামেনাহ, মিসরের শাইখ আদিল আল বায, ইরানের ক্বারী কারীম মানসূরি, মরক্কোর শাইখ আহমাদ আল খালদী, তুরস্কের ক্বারী হুসাইন তুরকান, মালয়েশিয়ার ক্বারী ওয়ান আইনুদ্দীন হিলমী এবং থাইল্যান্ডের ক্বারী মুয়ায মুস্তফা সম্মেলনে অংশগ্রহণ করবেন। ইক্বরার বর্তমান সভাপতি ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী সম্মেলনে সভাপতিত্ব করার কথা বিজ্ঞপিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্মেলনে মহিলা শ্রোতাদের নামাজ ঘরে বসে ক্বিরাত শোনার সুব্যবস্থা থাকবে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এবি