মুসলিম উম্মাহর প্রতি গানটি বার্তা দিচ্ছে আত্মশুদ্ধি ও সংযম সাধনার। আহ্বান জানাচ্ছে পবিত্র সিয়াম সাধনার।
গানটির ভিডিও ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে ইতিমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়াও গানটির অডিও মাহবুবুল এ খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’ (www.khalidsangeet.com) এ প্রকাশিত হয়েছে।
ইতিমধ্যে ইউটিউবে (https://youtu.be/bOdlAKUHh9I) গানটি দুই লাখের বেশি ভিউ হয়েছে।
এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে মাহবুবুল এ খালিদ বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখে, আল্লাহতায়ালা তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। এ মাসে যিনি উদার হস্তে গরিবদের দান করেন, আল্লাহ তাকে অফুরন্ত নিয়ামত প্রদান করেন। ‘রমজান (ওরে ভাই মুসলমান)’ গানটির মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে। আশা করি গানটির মাধ্যমে সবাই রমজানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
ইইউডি/এইচএডি/