ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

কল্যাণকর বৃষ্টির জন্য মোরেলগঞ্জে ইস্তেখারা নামাজ আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মে ১, ২০২১
কল্যাণকর বৃষ্টির জন্য মোরেলগঞ্জে ইস্তেখারা নামাজ আদায় ইস্তোখারা নামাজ আদায় করছেন মুসল্লিারা। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে কল্যাণকর বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (০১ মে) মোরেলগঞ্জ উপজেলা সরকারি মজিদ মেমোরিয়াল কলেজ মাঠে উপজেলা ইমাম সমিতির আয়োজনে এ নামাজ আদায় করা হয়।

 

নামাজের ইমামতি করেন মোরেলগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মতিন।  

এসময় মোরেলগঞ্জ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, সরকারি মজিদ মেমোরিয়াল কলেজ মসজিদের ইমাম জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ সহস্রাধিক মুসল্লি এই ইস্তেখারা নামাজে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে দেশ ও জাতির কল্যাণে বৃষ্টির জন্য কাকুতি মিনতি করেন।

মোরেলগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মতিন বলেন, ইস্তেখারা নামাজ আদায় করে আমরা আল্লাহর কাছে পানা চেয়েছি। রহমতের বৃষ্টির জন্য আল্লাহর দয়া ভিক্ষা করেছি। আজকের মধ্যে যদি বৃষ্টি না হয়, তাহলে আগামীকালও একই সময় একই জায়গায় নামাজ আদায় করব।  

আগামীকালও যদি বৃষ্টি না হয় তাহলে সোমবার সকালেও একইভাবে নামাজ আদায়ের আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মে ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।