ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ঈদের জামাতে করোনা থেকে মুক্তির প্রার্থনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
ঈদের জামাতে করোনা থেকে মুক্তির প্রার্থনা

ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাত শেষে করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ বিশ্বকে মুক্ত এবং করোনায় আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।

বুধবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে শুরু করে বেলা পৌনে ১১টা পর্যন্ত এ পাঁচটি জামাতে দেশ-জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

দোয়া প্রার্থনায় জাতীয় মসজিদের পেশ ইমামরা বলেন, আল্লাহ যারা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, তাদের আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছেন, দয়া করে তাদের শেফা দান করেন। এ মহামারি থেকে, রোগ ব্যাধি থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। এ মহামারি থেকে বাংলাদেশসহ সারা বিশ্বকে আপনি মুক্তি দিন।

নামাজ শেষে মুসল্লিরা জানান, পবিত্র ঈদের দিনে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি বিশ্ব যেন করোনা মুক্ত হয়। এছাড়া আল্লাহপাক সব দুর্যোগ থেকে যেন আমাদের রক্ষা করেন এ প্রার্থনা করা হয়েছে।

করোনার কারণে নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থাকলেও পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। প্রতিটি জামাতে দেশের বরেণ্য ব্যক্তিরাও অংশ নেন।

** বায়তুল মোকাররমে ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত
** বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
** বায়তুল মোকাররমে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত
** বায়তুল মোকাররমে ঈদের তৃতীয় জামাত সম্পন্ন

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।