ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

জমজম কূপ থেকে ১৫ দিনে ১ কোটি ২০ লাখ লিটার পানি উত্তোলন 

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
জমজম কূপ থেকে ১৫ দিনে ১ কোটি ২০ লাখ লিটার পানি উত্তোলন  জমজম কূপের পানি বিতরণ করা হচ্ছে

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদে আগত হাজিদের গত ১৫ দিনে এক কোটি ২০ লাখ লিটার জমজম কূপের পানি দেওয়া হয়েছে। স্থানীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

 

সৌদি আরবের জমজম কূপ অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা  আব্দুর রহমান আল জাহরানি জানান, ১১ হাজার ১৫০ জন কর্মীর মাধ্যমে জমজমের পানি বিতরণ করা হয়েছে।  

 গত সপ্তাহে শেষ হওয়া এবারের হজে প্রায় ৯ লাখ হাজি অংশগ্রহণ করে। গত দুবছর করোনা ভাইরাসের সংক্রমণের কারণে শুধু সৌদি আরবে থাকা মুসল্লিরাই হজের সুযোগ পেয়েছিলেন। এবারই সৌদি আরবের বাইরে থেকে মুসল্লিরা আবারও হজের সুযোগ পান।  

সূত্র: গালফ নিউজ 

বাংলাদেশ সময় : ১৬১৮ ঘণ্টা, ১৭ জুলাই, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।