ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

আল কায়েদা ও তালেবানপন্থী ৬ জঙ্গি ৫ দিনের রিমান্ডে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, জানুয়ারি ২, ২০২৩
আল কায়েদা ও তালেবানপন্থী ৬ জঙ্গি ৫ দিনের রিমান্ডে 

ঢাকা: আল কায়েদা ও তালেবানপন্থি ছয় জঙ্গির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

সোমবার (০২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) আসামিদের আদালতে হাজির করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে।  

শুনানি শেষে বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সৌদি প্রবাসী দল-নেতা আব্দুর রব, সাকিব, শামীম হোসেন, নাদিম শেখ, আবছার ও সাইদ উদ্দিন।
সিএমএম আদালতে যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মাহমুদুর রহমান এ তথ্য জানান।

এর আগে রোববার (০১ জানুয়ারি) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিন্যাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে এই মতাদর্শের ছয়জনকে গ্রেফতার করেছে সিটিটিসি।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
কেআই/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।