ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

আইন ও আদালত

মিথ্যা মামলা করায় বাদীর তিন বছরের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
মিথ্যা মামলা করায় বাদীর তিন বছরের কারাদণ্ড  সংগৃহীত ছবি

নীলফামারী: নীলফামারীতে মিথ্যা মামলা করায় বাদীর তিন বছরের কারাদণ্ড, তিন হাজার টাকা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।  

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ দণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্ত আরিফ হোসেনের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ মাস্টারপাড়া এলাকার মৃত. আজিজুল ইসলামের ছেলে।  

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় জানান, ২০২০ সালে মারধর ও আটকে রাখার অভিযোগে থানায় মামলা করেন আরিফ। মামলাটি তদন্তকালে অভিযোগ সঠিক নয় এবং মিথ্যে বলে প্রমাণিত হয়। এ বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক মিথ্যা মামলা করায় অভিযোগকারীর (বাদীর) তিন বছর কারাদণ্ড তিন হাজার টাকা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।  

আদালতের পুলিশ পরিদর্শক জিন্নাত আলী বলেন, দণ্ডিত ওই ব্যক্তিকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।