ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপির তিন নেতা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপির তিন নেতা

ঢাকা: নাশকতার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানার পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির তিন শীর্ষ নেতা। তারা হলেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক বিরোধী দলীয় চিপ হুইপ অ্যাডভোকেট জয়নুল আবদীন ফারুক ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

রোববার (২১ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।  

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পান। এরপর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন বর্ধিত করেন। আজ চূড়ান্ত শুনানি শেষে আদালত তাদের জামিন দেন।

গত বছরের ২৮ অক্টোবর পল্টনে বিএনপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নাশকতার অভিযোগে রমনা মডেল থানায় মামলা দুটি দায়ের করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।