ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ধর্ম অবমাননার অভিযোগ: রংপুরের দণ্ডিত পরিতোষ হাইকোর্টে খালাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মে ৩০, ২০২৪
ধর্ম অবমাননার অভিযোগ: রংপুরের দণ্ডিত পরিতোষ হাইকোর্টে খালাস

ঢাকা: ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাইবার ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড থেকে রংপুরের পীরগঞ্জের যুবক পরিতোষ সরকারে আপিল মঞ্জুর করে খালাস দিয়েছেন হাইকোর্ট।

তার করা আপিলের ওপর বৃহস্পতিবার (৩০ মে) রায় বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. গিয়াস উদ্দিন আহম্মেদ। আসামি পক্ষে ছিলেন মৌসুমী রহমান।   

২০২১ সালের ১৭ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার জেরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু জেলে পল্লিতে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় আগুনে ৩৯টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিতোষ সরকারকে আসামি করে একটি মামলা করেন পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন।

এ মামলার বিচার শেষে পরিতোষ সরকারকে ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি বিভিন্ন ধারায় ১১ বছরের কারাদণ্ড দেন রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ। তবে সব সাজা একত্রে চলায় তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করার কথা রায়ে বলা হয়।

এরপর পরিতোষ হাইকোর্টে আপিল করেন।

ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য, যুবকের ১১ বছর কারাদণ্ড

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মে ৩০, ২০২৪
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।