ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আইন ও আদালত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জির পদত্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জির পদত্যাগ

ঢাকা: ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন সুজিত চ্যাটার্জি বাপ্পী।

বুধবার (৪ সেপ্টেম্বর) তিনি এ পদত্যাগের কথা জানান।



নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২৮ আগস্ট আগের সরকারের নিয়োগ বাতিল করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।  

আওয়ামী লীগ সরকারের আমালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করে আসা সুজিত চ্যাটার্জি এ নিয়োগেও ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পুনরায় নিয়োগ পান।  

এ নিয়োগের পর সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী বিক্ষোভ করে আসছিলেন। তাদের দাবি, শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব পালন করে আসা ১৫ জন আইন কর্মকর্তাকে ফের ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বাদ দিতে হবে। এ নিয়ে প্রায় প্রতিদিন তারা বিক্ষোভ করে আসছিলেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী বাপ্পী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৪
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।