ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নীলফামারীতে ২৯ জন আইন কর্মকর্তা নিয়োগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
নীলফামারীতে ২৯ জন আইন কর্মকর্তা নিয়োগ

নীলফামারী: নীলফামারী জেলা আদালতে সরকারের পক্ষে দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য ২৯ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা ও প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  

জেলা জজ আদালতের কৌঁসুলি হিসেবে আবু মোহাম্মদ সোয়েমকে এবং সহকারী কৌঁসুলি হিসেবে মো. নুর আসাদুজ্জামান মিশনকে নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অনু বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত নীলফামারী জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো পত্রে এ তথ্য জানা গেছে।  

ওই পত্রে পাবলিক প্রসিকিউটর হিসেবে জেলা ও দায়রা জজ আদালতে অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মো. আসাদুজ্জামান খান রিনো, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মো. গোলাম মোস্তফা সজীব, জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর মো. মামুনুর রশিদ পাটোয়ারীসহ জেলা আদালতে মোট ২৯ জনকে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।