ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিচারক সংকট নিরসনে কাজ করবে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
বিচারক সংকট নিরসনে কাজ করবে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা পরিদর্শনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ অন্যরা।

বান্দরবান: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচারক সংকট, এজলাস সংকটসহ বিভিন্ন সংকট মোকাবিলা করতে অন্তর্বর্তী সরকার কাজ করবে, আদালতে যাতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়, সেজন্য বিভিন্ন সংকট মোকাবিলা করতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট রয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে বান্দরবান সদরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

 

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আদালত ভবনে বিচারপ্রত্যাশীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে দ্রুত সময়ে বান্দরবানে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হবে।  

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বান্দরবান জেলার দায়রা ও জজ আদালত ভবনের উর্ধমুখী সম্প্রসারণ ভবন পরিদর্শন শেষে আদালত ভবনের সভাকক্ষে বিচারক ও আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন।

এ সময় জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল করিম, বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.আবু তালেবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।