বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির সময় ঢাকার আদালত থেকে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন ঢাকার মানবপাচর ট্রাইব্যুনালের বিচারক আব্দুল্লাহ আল মামুনের গাড়ি এজলাসের পেছনে অন্য বিচারকদের গাড়ির সঙ্গে পার্ক রাখা হয়। এ সময় গাড়ির সামনে সেন্সর ডিভাইস চুরির চেষ্টা করে রোহান। এক পর্যায়ে অন্য গাড়ির চালকরা তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর তাকে কোতোয়ালি থানায় পাঠানো হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক ওই যুবককে আদালত থেকে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছিল। সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত পদ্ধতির বিচার) জন্য তাকে ডিএমপির লালবাগ বিভাগে পাঠানো হয়েছে।
ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিতে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।
কেআই/আরবি