সিলেট ও সুনামগঞ্জ জেলার বিচারকদের সঙ্গে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে সিলেট সার্কিট হাউজে এ মতবিনিময় সভার আয়োজন করে সিলেট বিচার বিভাগ।
সভায় জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, শ্রম আদালতে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাসহ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকরা অংশ নেন।
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূলত বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত প্রধান বিচারপতির রোডম্যাপ স্কিমকে অংশীজনদের মধ্যে ছড়িয়ে দেওয়াসহ জনমুখী বিচার বিভাগ তৈরির মাধ্যমে বিচারকাজকে কীভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, সেসব বিষয় আলোচনার জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেটের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন সংক্রান্ত রোড শো কার্যক্রমের দ্বিতীয় পর্ব শুরু হলো।
এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা থেকে গত ১৩ আগস্ট এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়।
ইএস/এমজেএফ