ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

সাবেক প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৯, জানুয়ারি ১৭, ২০১৭
সাবেক প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন আর নেই

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ।

২০০৮ সালের ১ জুন ১৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি এম এম রুহুল আমিন। পরবর্তীতে ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসর গ্রহণ করেন।
 
তিনি ১৯৪২ সালে ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার দুই ছেলে রয়েছেন। তিনি দীর্ঘ দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
  
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।